বিজ্ঞান কংগ্রেসের ধারণা বাংলাদেশে নতুন। তাই শিক্ষার্থীদের কংগ্রেস কী—এ বিষয়ে জানাতে সারাদেশে কংগ্রেসের অ্যাক্টিভেশন কর্মশালার আয়োজন করা হয়।
২-৩ ঘণ্টাব্যাপী এই কর্মশালাটি সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ৩০-৪০ জন শিক্ষার্থী নিয়ে করা হয়ে থাকে। অ্যাক্টিভেশন কর্মশালার লেকচারগুলোর মধ্যে রয়েছে—
- সায়েন্টিফিক মেথডোলজি
- মাপজোখ
- গ্রাফ
- বৈজ্ঞানিক পেপার
- বৈজ্ঞানিক পোস্টার
- বিজ্ঞান প্রজেক্ট
- পূর্ববর্তী কংগ্রেস এবং কংগ্রেসের প্রস্তুতি
যে কেউ চাইলে নিজ প্রতিষ্ঠান বা উপযুক্ত স্থানে অ্যাক্টিভেশন আয়োজন করতে পারে।