২১ অক্টোবর, ২০১৭


শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭ কে সামনে রেখে আজ ২১ অক্টোবর ঢাকার মিরপুরে অবস্থিত বি.সি.আই.সি. কলেজে অ্যাক্টিভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই কর্মশালায়।



উপস্থিত শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণার প্রাথমিক ধারণা প্রদান, বিজ্ঞানের নানা এক্সপেরিমেন্ট ও সেগুলি হাতে কলমে করার পদ্ধতি এবং গবেষণার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এর পাশাপাশি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়।



কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর মোঃ জুনায়িদুল ইসলাম। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এই কর্মশালাটি আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করেছে উক্ত স্কুলের শিক্ষকবৃন্দ।