১৯, ২০ ও ২১ নভেম্বর, ২০১৭


শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-এর প্রস্তুতিতে সহযোগীতা করার জন্যে বছরের শেষ অ্যাক্টিভেশন কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। গত ১৯, ২০ ও ২১ নভেম্বর তিন দিনব্যাপী চকউলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, মৈনম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ , গোটগাড়ী শহীদ মামুন উচ্চ বিদ্যালয় ও কলেজ, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ এবং মান্দা এস সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। এই কর্মশালায় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মোট ১৭০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের সাথে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস সম্পর্কে ধারণা দেয়া হয়। এরপরে কয়েকটি ভিন্ন সেশনে তাদেরকে বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, মাপজোখ, গ্রাফ, বৈজ্ঞানিক পেপার লেখা, বিজ্ঞান প্রজেক্ট বানানো এবং বৈজ্ঞানিক পোস্টার বানানো শেখানো হয়। শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন এক্সপেরিমেন্ট হাতেকলমে করে দেখানো হয়, যাতে করে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর তাদের ধারণা পরিষ্কার হয় এবং বিজ্ঞানের আনন্দ তারা অনুভব করতে পারে এবং ক্লাসের টেক্সট বইয়ের বিভিন্ন বিষয় নিজেরাই পরীক্ষা করে দেখতে পারে। বিজ্ঞান যে একটি আনন্দের ব্যাপার এবং সেটা যে আগ্রহের সাথে শেখা যায়, সেটিই শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।



কংগ্রেসের এই প্রস্তুতিমূলক ক্যাম্পের বিভিন্ন সেশন পরিচালনা করেন এসপিএসবি-র একাডেমিক টিমের সদস্য শিবলী বিন সারওয়ার, গোলাম মোরশেদ, তানভীরুল ইসলাম ও মোঃ জুনায়িদুল ইসলাম। ক্যাম্পটির আয়োজন সার্বিক সহযোগীতা করে মান্দা বিজ্ঞান ক্লাব।