১২-১৩ অক্টোবর, ২০১৭ (বৃহস্পতি-শুক্র)


গত ১২-১৩ অক্টোবর, ২০১৭ তারিখে নারায়ণগঞ্জে আয়োজিত হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-এর প্রস্তুতিমূলক কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে। ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীদের সাথে স্কুলের দুইজন সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন।



ক্যাম্পের প্রথম দিন শিক্ষার্থীদের গবেষণা ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হয়। দ্বিতীয় দিন শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে হাতেকলমে গবেষণায় নেমে পড়ে।



ক্যাম্পে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক টিমের সদস্য সায়েফ ফাতিউর রহমান আবির, হাসান নাহিয়ান নোবেল, ভুইয়া মোজাম্মেল হক, প্লাবন কুমার সাহা, মোঃ তানভির আনজুম এবং কল্লোল রায় কল্প। ক্যাম্পটিতে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)। আয়োজনের সার্বিক সমন্বয়ের কাজে ছিলেন স্কুলটির সিনিয়র শিক্ষক সোমা সাহা এবং মিষ্ট সাহা।