ক্ষুদে বিজ্ঞানীদের বড় আয়োজন



দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের সত্যিকার বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানো এবং গুগল সায়েন্স ফেয়ার ও ইন্টেল ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফএফ-এসপিএসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬। ঢাকার ফার্মগেটের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ)—এর আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবছর চতুর্থবারের মতো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হচ্ছে।

এ বছর শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে সারাদেশের হাইস্কুল পর্যায়ের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। শিক্ষার্থীরা কংগ্রেসে ৩টি ক্যাটেগরিতে অংশ নিচ্ছে— প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৯ম) এবং সিনিয়র (১০ম-দ্বাদশ)। ৫৮টি বৈজ্ঞানিক পেপার, ৪৩ টি বৈজ্ঞানিক পোস্টার এবং ৯৫ টি বিজ্ঞান প্রজেক্ট শিক্ষার্থীরা কংগ্রেসে উপস্থাপন করবে।

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন, ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেসের কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক গবেষক ও বিজ্ঞানী ড. রেজাউর রহমান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরশাদ চৌধুরী।

কংগ্রেসের প্রথমদিন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা তাদের পোস্টার ও প্রজেক্টের প্রদর্শনী এবং পেপার উপস্থাপনে অংশ নিবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের নিয়ে গঠিত বিচারক প্যানেল শিক্ষার্থীদের এসব গবেষণা যাচাই করে পুরস্কারের জন্য বেশ কিছু গবেষণা কাজকে নির্বাচিত করবেন। বিচারক প্যানেলের মধ্যে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিকুর রহমান আহাদ, লাফিফা জামাল, ড. বি এম মইনুল ইসলাম রাজু, ড. নুরুজ্জামান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. খলিলুর রহমান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ড. তানভীর ফেরদৌস সায়ীদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ড. আরশাদ চৌধুরী, ড. নোভা আহমেদ, রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জাভেদ পারভেজসহ আরো অনেকে। এছাড়া থাকবে নেটওয়ার্কিং এবং বন্ধুত্ব পর্ব।

কংগ্রেসের দ্বিতীয়দিন সকালে অনুষ্ঠিত হবে ক্ষুদে বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক-বিজ্ঞানীদের নিয়ে যৌথ কংগ্রেস। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানীদের সাথে দেশের বিজ্ঞান শিক্ষা এবং এ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করবেন। যৌথ কংগ্রেস শেষে একটি ঘোষণা প্রস্তুত করা হবে। কংগ্রেসের সেরা গবেষণাকাজগুলোকে পুরস্কৃত করার পাশপাশি নির্বাচিত তিনটি গবেষণাকে পেপার অফ দ্যা কংগ্রেস, পোস্টার অফ দ্যা কংগ্রেস এবং প্রজেক্ট অফ দ্যা কংগ্রেস হিসেবে পুরস্কৃত করা হবে। কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আরশাদ মোমেন ও ড. জেবা ইসলাম সিরাজ এবং বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমানসহ অনেকে।

কংগ্রেসের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ৪র্থ জগদীশ চন্দ্র বসু ক্যাম্প।

শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬ এর সহযোগী হিসেবে রয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা ডোজ, ডিজিটাল মার্কেটিং সংস্থা ক্রো-ল্যাব ও অন্যরকম বিজ্ঞানবাক্স। কংগ্রেস নিয়ে আরো বিস্তারিত জানা যাবে কংগ্রেসের ওয়েবসাইট www.cscongress.net এবং ফেইসবুক পেইজ www.facebook.com/cscongressbd তে।