fb-0.3

প্রথম পর্যায়ে আমরা বেশ কিছু আবেদন পেয়েছি। আমাদের একাডেমিক টিম যাচাই বাছাই করে শীঘ্রই “চিল্ড্রেনস সায়েন্স ফান্ড” -এর জন্য নির্বাচিতদের সাথে ইমেইলে যোগাযোগ করবে। অনেক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আমরা আবারো “চিল্ড্রেনস সায়েন্স ফান্ড”-এর জন্য আবেদনের সুযোগ দিচ্ছি।

উল্লেখ্য, গত দুই বছর ধরে আমরা মাকসুদুল আলম বিজ্ঞানাগারের উদ্যোগে ক্ষুদে বিজ্ঞানীদের গবেষণায় সহযোগিতা করার জন্য প্রদান করে আসছি “চিল্ড্রেনস সায়েন্স ফান্ড”।
এই বছরও আমরা ক্ষুদে বিজ্ঞানীদের জন্য এই গবেষণা বৃত্তি প্রদান করব। তুমি যদি মনে কর, তোমার গবেষনাটি সমাপ্ত করার জন্য সামান্য কিছু ফান্ড প্রয়োজন। যেটি তুমি সংস্থান করতে পারছো না। তাহলে সেই গবেষণাবৃত্তির জন্য আমাদের ওয়েব সাইটে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারো। কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নির্বাচিত কয়েকটি গবেষণাকে বৃত্তির ব্যবস্থা করে দিবে।

চিল্ড্রেনস সায়েন্স ফান্ডের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২১।

#CSCongress2021
#SPSB
#BFF