
নিবন্ধন করুন
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের অন্যতম আকর্ষণ যৌথ কংগ্রেস। যৌথ কংগ্রেসে দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা এবং কংগ্রেসে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের মধ্যে মতবিনিময় করে। সেখানে ক্ষুদে বিজ্ঞানীরা আগামীতে আরও ভালো গবেষণা করার দিকনির্দেশনা পায়। যৌথ কংগ্রেসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ঘোষণার মাধ্যমে সেগুলো উঠে আসে প্যানেলিস্ট এবং শিক্ষার্থীদের আলোচনায়। এরপর হ্যাঁ ভোটের মাধ্যমে সেগুলো পাশ করা হয়।
যৌথ কংগ্রেসের ঘোষণা :
- ক্ষুদে বিজ্ঞানীদের জন্য ল্যাবের সুবিধা বাড়াতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সামার ক্যাম্প আয়োজন করতে হবে।
- গবেষণার জন্য ইনস্টিটিউট গড়ে তোলার পাশাপাশি চিলড্রেন সায়েন্স ফান্ড প্রদান করতে হবে।
- গবেষণায় ব্যর্থ হলে বারবার চেষ্টা করে সমস্যাটা বুঝতে চেষ্টা করতে হবে। প্রাইভেট ও কোচিং-এর মাধ্যমে চেষ্টা করার প্রবণতা নষ্ট না করে, নিজে নিজে শেখার চেষ্টা করতে হবে।
- স্কুল পর্যায়ে লিটারেচার রিভিউ করে প্রোজেক্ট তৈরির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
- দেশে-বিদেশে কাজ করা গবেষকদের মাধ্যমে ক্ষুদে বিজ্ঞানীদের মেন্টরশিপ ও কোলাবোরেশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
- গবেষকদের নিয়ে বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করতে হবে। যাতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা পেতে পারে এবং নিজ গবেষণা নিয়ে আলোচনা করতে পারে।
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ এর যৌথ কংগ্রেসের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন:
-
ড. মুহম্মদ জাফর ইকবাল,
সভাপতি,বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি -
ড. হাসিনা খান,
অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় -
ড. জেবা ইসলাম সেরাজ,
অধ্যাপক ও চেয়ারপারসন, প্রাণরসায়ন ওঅনুপ্রাণবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় -
ড. আরশাদ মোমেন,
অধ্যাপক, তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় -
ড. ফারসীম মান্নান মোহাম্মদী,
অধ্যাপক, তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় -
ড.রাগিব হাসান,
সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স বিভাগ আলাবামা বিশ্ববিদ্যালয় -
ড. এম. নুরুজ্জামান খান,
সহকারী অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় -
তানভীর এহসানুর রহমান,
প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও), ইন্টারক্লাউড লিমিটেড -
ড.সেঁজুতি সাহা,
অনুজীববিজ্ঞানী, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন -
ডা. মোহাম্মদ ডাফিল উদ্দিন,
সহকারী অধ্যাপক, হিউম্যান জেনেটিক্স, কলেজ অফ মেডিসিন, দুবাই -
ড. মুশতাক ইবনে আয়ূব,
সহকারী অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়টেকনোলজি বিভাগঢাকা বিশ্ববিদ্যালয় -
ড. সুদীপ্ত কর,
অ্যাপ্লাইড সায়েন্টিস্ট, আমাজন - ড. মোঃ আব্দুল হালিম,
সহকারী অধ্যাপক, আরকানসাস বিশ্ববিদ্যালয়, ফোর্ডস্মিথ